১১ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ এর আবাধি জমিতে ধান,পাট,বেগুন,রসুন,কাচামরিচ ইত্যাদি সহ মোটামুটি সব ধরনের ফসল জন্মে ।
প্রতিবছর এই ইউনিয়নের বাসিন্দারা নানা ধরনের ফসল ফলিয়ে প্রচুর টাকা লাভবান হয়ে খাকেন। তারমধ্যে উল্লেথ্য যোগ্য ফসলগুলো হল ধান,পাট,পেয়াজ,মরিচ,শরীষা ছাডাও আরো বিভিন্ন ধরনের ফসল জন্মে। যা দিযে একজন কৃষক তার চাহিদা মিটিয়েও অবশিষ্ট বিক্রি করে প্রচুর টাকা উর্পাজন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস