Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শ্যামপুর ইউনিয়নের বক্ষ্মপূত্র নদীতে ঝুকিপূর্নভাবে লোকজন পারাপার হচ্ছে
বিস্তারিত

১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের মধ্যে দিয়ে প্রভাহিত বক্ষ্ম পূত্র নদীতে প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে লোকজন পারাপার হয়।

এটি একপাশে উত্তর বালুরচর,দক্ষিন বালুর চর,কাজাইকাটা এবং আরো কয়েকটি গ্রামের হাজার হাজার লোকের বসবাস বিপরীতে আছে শ্যামপুর,মেলান্দহ দুরমুঠ,কালিবাড়ী

ইত্যাদি লোকজনের পারাপার। এটি সরকারীভাবে ইজারা নেওয়া হয়েছে। প্রত্যেক লোককে পারাপার হতে হলে ঘাটেরিইজারদারকে ১০টাকা হোরে দিতে হয়। অন্য কোন যানবাহন বা মালামাল নিয়ে গেলে তার জন্য আলাদা করে ভাড়া দিতে হয়।প্রত্যেক বছর বর্ষার সময় অনেক লোকজনের ভিড়ে পারাপার হতে গিয়ে অনেকে লাশ হয়ে ফিরতে হয়।তারপরও কোন বড় নৌকার ব্যবস্থা হয়না । ছোট ছোট নৌকা নিয়ে লোকজন পারাপার হতে হয়। স্কুলের ছাত্/ছাত্রীদের নিয়মিত ক্লাস করতে অনেক সমস্যা হয়।